About

Pages

Bandarban

Saturday, November 30, 2019

বান্দরবান পাহাড়ি কন্যার ইতিহাস ও্ ঐতিহাসিক রূপ


বান্দারবান জেলার নামকরণের ইতিহাস
বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপ কথায়  আছে অত্র এলাকায়  একসময় বাস করত অসংখ্য বানর । আর এই বানরগুলো  শহরের প্রবেশ মুখে  ছড়ার  পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ  খেতে আসত। এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃ্দ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায়  একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পাড় হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ।  এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে "ম্যাঅকছি ছড়া " হিসাবে । অর্থ্যাৎ মার্মা ভাষায় ম্যাঅক অর্থ  বানর  আর ছিঃ অর্থ বাঁধ । কালের প্রবাহে বাংলা ভাষাভাষির সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রুপ লাভ করে বান্দরবান হিসাবে ।  বর্তমানে সরকারি দলিল পত্রে বান্দরবান হিসাবে এই জেলার নাম স্থায়ী রুপ লাভ করেছে। তবে মার্মা ভাষায় বান্দরবানের নাম "রদ ক্যওচি ম্রো"।

জেলা রূপে আবির্ভাব
বৃটিশ শাসন আমলে ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রামকে জেলা ঘোষণা করা হয়। তৎকালীন সময়ে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম জেলার অধীন ছিলো। ক্যাপ্টেন মাগ্রেথ ছিলেন পার্বত্য চট্টগ্রাম জেলার প্রথম সুপারিনট্যানডেন্ট। ১৮৬৭ সালে পার্বত্য চট্টগ্রাম জেলার সুপারিনট্যানডেন্ট পদটির কার্যক্রম আরও বিস্তৃত করা হয় এবং ১৮৬৭ সালে এই পদটির নামকরণ করা হয় ডেপুটি কমিশনার। পার্বত্য চট্ট্রগাম জেলার প্রথাম ডেপুটি কমিশনার ছিলেন টি, এইচ লুইন। ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অনুসারে পার্বত্য চট্টগ্রামকে তিনটি সার্কেলে বিভক্ত করা হয়-চাকমা সার্কেল, মং সার্কেল, এবং বোমাং সার্কেল। প্রত্যেক সার্কেলের জন্য একজন সার্কেল চীফ নিযুক্ত ছিলেন। বান্দরবান তৎকালীন সময়ে বোমাং সার্কেলের অর্ন্তভুক্ত ছিলো। বোমাং সার্কেলের অন্তর্ভূক্ত হওয়ার কারণে এই জেলার আদি নাম বোমাং থং।
বান্দরবান জেলা ১৯৫১ সালে মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। এটি রাংগামাটি জেলার প্রশাসনিক ইউনিট ছিলো। পরর্বতীতে ১৯৮১ সালের ১৮ই এপ্রিল, তৎকালিন লামা মহকুমার ভৌগলিক ও প্রশাসনিক সীমানাসহ সাতটি উপজেলার সমন্বয়ে বান্দরবান পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
এক নজরে জেলার বিভিন্ন তথ্য
আয়তন /ক্ষেত্রফল
সংসদীয় এলাকার সংখ্যা
মোট লোক সংখ্যা
ভোটার সংখ্যা
শিক্ষার হার
৪৪৭৯.০৩ বর্গ কিঃমিঃ
০১ টি। আসন নং  ৩০০, বান্দরবান পার্বত্য জেলা।
৪,০৪,০৯৩ জন,
পুরুষ ২,১১,৬২৮ জন,
মহিলা ১,৯২,৪৬৫ জন
১,৭৪,৩৫৯ জন,
পুরুষ ৯২,৪১৭ জন,
মহিলা ৮১,৯৪২ জন
43.০0%
উপজেলার সংখ্যা
থানার সংখ্যা
পৌরসভার সংখ্যা
ইউনিয়নের সংখ্যা
গ্রাম সংখ্যা/পাড়া
০৭ টি
০৭টি
০২ টি
3৩ টি
১৪৮২ টি
মৌজার সংখ্যা
কলেজের সংখ্যা
হাইস্কুলের সংখ্যা
মাদ্রাসার সংখ্যা
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা
৯৬টি
১০ টি
২7 টি
০৮ টি
৩৪৩ টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্য
টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং  ইন্সটিটিউট
বেসরকারি বিশ্ববিদ্যালয়
নার্সিং কলেজ
১৫০ টি
০২টি
০১টি
০১টি
০১ টি
শেখ রাসেল ডিজিটাল ল্যাব
ইউনিয়ন ডিজিটাল সেন্টার
পৌর ডিজিটাল সেন্টার
পিটিআই
মসজিদের সংখ্যা
১৩ টি
৩৩ টি
০২ টি
০১ টি
২৯৭ টি
হিন্দু মন্দিরের সংখ্যা
বৌদ্ধ মন্দিরের সংখ্যা
গীর্জার সংখ্যা
মোট আবাদি জমির পরিমাণ
অর্থকরী ফসল
৩৪ টি
১৭৭টি
১১৩ টি
১,০১,১৯৩.৫০ একর
আদা, হলুদ, তিল, তুলা, আনারস, কাজুবাদাম, কমলা, কলা, কাঁঠাল, লেবু, তামাক, ইক্ষুসহ নানা প্রকার শাকসব্জি
শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা
দর্শনীয় স্থানের নাম
পাকা রাস্তা
আধা পাকা রাস্তা
কাঁচা রাস্তা
০৩টিঃ ০১টি বড়, ০১টি মধ্যম এবং ০১টি কুটির শিল্প
মেঘলা পর্যটন কমপ্লেক্স, চিম্বুক, শৈল প্রপাত, প্রান্তিক লেক, বগালেক, কেওক্রাডং, তজিংডং, মিরিঞ্জা, রিজুক জল প্রপাত, নীলাচল পর্যটন কেন্দ্র, নীলগিরি, স্বর্ণমন্দির, ক্যওজাদি পাহাড়, আলীর সুড়ঙ্গ, তিন্দু পাথর ছড়া, রাইংখং পুকুর
৩৫৯ কিঃমিঃ
১৮২ কিঃ মিঃ
১৫০ কিঃ মিঃ
জনসংখ্যার ঘনত্ব
জেলা কারাগার
বিকাশমান ক্ষেত্র
শিশু একাডেমী
নদ-নদী
৬৭ জন (প্রতি বর্গ কি:মি:)
০১টি
পর্যটন, বনভিত্তিক শিল্প, চা শিল্প, রাবার শিল্প, বাশঁ ভিত্তিক হস্তশিল্প,, তাঁত ভিত্তিক হস্তশিল্প, ফল ভিত্তিক শিল্প, খনিজ সম্পদ
০১টি
০৩টি (সাংগু, মাতামুহুরী এবং বাকখালী)

Saturday, May 19, 2018

লক্ষ্য অর্জনের সহজ ৮ উপায়/ 8 ways to achieve goals

লক্ষ্য অর্জনে অনড় ইচ্ছে শক্তি অথবা দিন-রাত পরিশ্রমের দরকার নেই। স্বাভাবিক জীবনযাপন উপভোগ করে সহজেই সম্ভব নিজের গন্তব্যে পৌঁছানো। কিছু কিছু জিনিস নিতে হবে সহজ ভাবে। সজাগ রাখতে হবে নিজের বুদ্ধিমত্তাকে। থাকতে হবে হাসিখুশি।
১। অর্থ খরচকে উদ্যোগ হিসেবে নিনঃ
লক্ষ্য অর্জনে অধিকাংশ সময় প্রথম ধাপ হিসেবে আসে পড়ালেখা। সে জন্য অর্থ খরচ হওয়াই স্বাভাবিক। অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। এতে মধ্যবিত্তের বেশ অর্থ ধকল যায়। কিন্তু এই অর্থায়নে ভেঙ্গে পড়লে চলবে না। অর্থ খরচকে উদ্যোগ হিসেবে নিন।
২। নিজের আবাস স্থল হোক নিজের জগৎঃ
লক্ষ্য সামনে রেখে সাজিয়ে নিন আপনার ঘর ও আশেপাশের পরিবেশ। আপনি যদি মিউজিশিয়ান হতে চান সেক্ষেত্রে বিভিন্ন মিউজিকাল আইকনদের পোস্টার থাকতে পারে আপনার রুমে। আপনি বিজ্ঞান ও প্রযুক্তিতে লক্ষ্য নির্ধারণ করলে রুমের মধ্যেই গড়ে তুলুন নিজের পছন্দের জগৎ। এতে জানতে সহজ হয়, মনে রাখার সুবিধা হয়।
৩। ছুটি পেলেই বেড়িয়ে পড়ুনঃ
পড়ালেখা বা চাকরি যেটাই পেশা হোক, তা একঘেয়ে করা বিপদজনক। এতে নিজ লক্ষ্যের প্রতি অনিহা চলে আসে। তাই ছুটি পেলেই ঘুরতে যাওয়া জরুরি। সেক্ষেত্রে আপনার লক্ষ্য সংশ্লিষ্ট স্থান হতে পারে ভ্রমণের গন্তব্য স্থল। যেমন ধরুন, কেউ বস্ত্র শিল্প নিয়ে পড়ছে বা চাকরি করছে। সে ঘুরে আসতে পারে বেনারসি পল্লী, তাঁতি বাড়ির মত জায়গায়। অথবা যেখানেই ঘুরতে যান খোঁজ নিতে পারেন আপনার লক্ষ্যবস্তু সম্পর্কিত বিষয়াদি। এতে ঘোরাঘুরি থেকেও বেরিয়ে আসবে নতুন ভালো কিছু।
৪। অপ্রয়োজনীয় ব্যাপারগুলো ত্যাগ করুনঃ
মারামারি, অনর্থক ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন। এসব শুধু সময় নষ্টই করে না, দৈনন্দিন জীবনও ব্যাহত করে। কাউকে অপ্রয়োজনে কটু কথা বললে সে তা মনে রাখে। এবং সুযোগ বুঝে বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। যা আপনার সারা জীবনের হতাশা হয়ে দাড়বে।
৫। নিজেকে নিজেই উপহার দিনঃ
সুন্দর স্বাভাবিক জীবনযাপনের তাগিদে অনেক কিছুই করা যায়। কারও জন্য অপেক্ষা করে না থেকে নিজেই নিজেকে উপহার দিতে পারেন। প্রাধান্য দিন নিজের পছন্দকে। এতে স্বনির্ভরশীলতা বাড়ে, পরনির্ভরশীলতা কমে। এগিয়ে যাওয়ার জন্য এর বিকল্প নেই।
৬। নিজের সঙ্গেই হোক নিজের প্রতিযোগিতাঃ
লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ধাপে ধাপে উন্নতি। নিজের বিগত কাজের চেয়ে আগামীর কাজগুলো কীভাবে আরও ভালো করা যায় সেদিকে খেয়াল রাখা জরুরি। তাই অন্যদের দিকে না তাকিয়ে সবার আগে প্রয়োজন নিজের সঙ্গেই নিজেকে প্রতিযোগিতায় নামানো।
৭। পছন্দের খাবার খান ও পর্যাপ্ত ঘুমানঃ
মানুষের দৈহিক চাহিদার তালিকায় সর্ব প্রথম খাবার। পছন্দের খাবার মন ভালো রাখে, কাজের গতি বাড়ায়। অন্যদিকে, পর্যাপ্ত ঘুমানো সবার জন্যই জরুরি। আপনি দিনে কমপক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা না ঘুমালে তা আপানকে অমনোযোগী ও দুর্বল করে তুলবে।
৮। যতটা সম্ভব হাসিখুশি থাকুনঃ
কথায় আছে- মন ভালো তো সব ভালো। তাই সব সময় হাসিখুশি থাকা জরুরি। কষ্টের স্মৃতি মাথায় না রেখে বর্তমানকে উপভোগ করা উচিৎ। নিজের পরাজয়ে ভেঙ্গে না পড়ে অংশগ্রহণেই খুশি থাকুন। যতটা সম্ভব হাসুন,মজা করুন।

Saturday, March 31, 2018

Bandarban

Bandarban is in Chittagong division and located in southeastern Bangladesh. It is one the most attractive travel destination in Bangladesh for its adventurous characteristics and heavenly scenic beauty. This eventually gets really hard to leave if anyone visits Bandarban. The scenic beauty will undoubtedly captivate your soul. Bandarban includes the three highest peak of Bangladesh — Tahjindong (or Bijoy), Mowdok Mual (or Saka Haphong) and Keokradong. Anyone can easily hike through the jungle and hilly rivers to win any of these three god’s creations. There are so many waterfalls hidden through the hills of Bandarban would appear in your hiking. The exotic offerings such as foods, tribal handicrafts etc from the tribal people will delight your heart. Meanwhile you can easily experience the tribal culture very closely.

Shoilo Propat Waterfalls


Shoilo Propat or Shoylo Propat is at Milanchari and 4km from the town on the road to Thanchi. This waterfall is a tourist site maintained by Bangladesh Parjatan Corporation. During the rainy season, the water flow becomes really furious. While visiting this water you may want to roam around the small market near this waterfall for handicrafts, handloom products and exotic foods sold by the tribal people.
How to go
After reaching at Bandarban, take local transport to reach that waterfall in Thanchi Upazila. So you can hire a private jeep or auto rickshaw to go there.

Wednesday, March 21, 2018

আপনার জন্ম নিবন্ধন বা Birth Certificate অনলাইনে ভেরিফাই করে নিন

আপনার জন্ম নিবন্ধন বা Birth Certificate অনলাইনে ভেরিফাই করে নিন

অনলাইনে বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে

তারপর নিচের মত পেইজ ওপেন হলে Birth Registration Number এর জায়গাতে আপনার বার্থ সার্টিফিকেট এর জন্ম নিবন্ধন নম্বর প্রবেশ করুন এবং Date Of Birth এর জায়গাতে আপনার জন্ম তারিখ প্রবেশ করুন এভাবে DATE-Month-Year



এবার Verify বাটনে ক্লিক করুন , দেখুন মত নিচে আপনার সকল তথ্য দেখাচ্ছে


আর যদি নিচের ছবির মত Matching birth records not found এমন দেখায় তবে বুঝবেন ভুয়া জন্ম নিবন্ধন পেয়েছেন ।

অনলাইনে জন্মনিবন্ধনের জন্য আবেদন করা বা জন্ম নিবন্ধন এর আবেদনপত্র ফরম সংগ্রহ

অনলাইনে জন্ম নিবন্ধন এর আবেদন করতে , আবেদনপত্র ফরম সংগ্রহ  বা আপনার জমা দেয়া আবেদন কোন পর্যায়ে আছে জানতে এখানে ক্লিক করুন
জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা। জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি সার্টিফিকেট প্রদান করেন। জন্ম নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই বিধি লংঘনকারী নিবন্ধক বা ব্যক্তি অনধিক ৫০০ (পাঁচশত টাকা) অথবা অনধিক দুইমাস বিনাশ্রম কারাদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
সতর্কতাঃ লেখকের অনুমোদন ছাড়া অন্য সাইটে কপি পেস্ট করা যাবেনা
ভাল থাকুন সবাই
ফেসবুকে আমার সাথে যুক্ত থাকতে চাইলে নিচের পেইজ লাইক ও শেয়ার করুন>>>
আপনাদের ভালবাসায় ধন্য

মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি নাগরিক (১ দিনের শিশু থেকে সকল বয়সের বৃদ্ধের বৈধ জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক)  তাই পোস্ট আপনি নিজে পড়ুন ও ফেসবুকে শেয়ার করে বন্ধু বান্ধবী সবাইকে জন্ম নিবন্ধন ভেরিফাই করে নিতে বলুন.



Monday, October 16, 2017

Add caption
Bandarban is a district in South-Eastern Bangladesh, and a part of the Chittagong Division and Chittagong Hill Tracts. Bandarban (meaning the dam of monkeys) is also known as Arvumi or the Bohmong Circle (of the rest of the three hill districts Rangamati is the Chakma Circle and Khagrachari is the Mong Circle). Bandarban town is the home town of the Bohmong Chief (currently King, or Raja, Aung Shwe Prue Chowdhury) who is the head of the Marma population. It also is the administrative headquarter of Bandarban district, which has turned into one of the most exotic tourist attractions in Bangladesh since the insurgency in Chittagong Hill Tracts has ceased more than a decade back.
Main Attraction: The panoramic view of Bandarban will surely allure tourists to extend their stay, roaming around in the natural wilderness of this hilly district. Tourists can also have a good access to a wider variety of activities, hill trekking to remote tribal villages, bird watching, enjoying waterfalls in a day trips and a better chance of interacting with the local tribal and ethnic culture in the surrounding areas. A great Buddhist water festival held in every April.
Boga Lake: Popularly known as Boga Lake, is a natural water body in the hill district of Bandarban. The lake attracts tourists because of its scenic beauty but it is inaccessible by motorized transports. Only those who dare the trouble of trekking through the bushes can visit the lake, whose main source of water are natural springs. The local tribal people use the water of the lake for drinking. It is gainsaid that there is a hot spring at the bottom of the lake and the colour of the lake’s water changes due to the discharges of the hot spring. No fish can live nor any weed can grow in this lake. Ethnic people living around the place believe that Boga Lake and its surroundings are the abodes of goddesses, to whom they pray for good harvests of Jhum cultivation. The lake is much adored by the hill, people who yearly offer sacrifice to propitiate the spirit of the water.
Mountain Keokeradong Discovery Trek: This is a typical trek including a river journey by country boat to Ruma, then a moderate day’s hike up a river bed to the lily filled Boga Lake and a lakeside Bawm tribal village. Below the lake one will find a Marma village. Hillside trekking in Bandarban is not so easy for visitors who are lack of mental courage.
Chimbuk Hill: Chimbuk is a unique hill having different kinds of tourist attractions. It is called the Darjeeling of Bengal. It is 2000 feet high from the sealevel. Chimbuk Hill is 25 Jun. away to the south of Bandarban Town, with zigzag road and view of the Sangu river give a thrilling experience for lifetime.
The top of this hill is plain and it is like a plateau. The dance of cloud snowballs with the rise of the morning sun and immediately before the sun sets in.
The visitors can easily touch the cloud by stretching hands. The environment is so captivating that one would like to return here time and again. Tourists can spend a night in the rest-house on the top of Chimbuk hill on prior permission taken from the Roads and Highways Department. A 4 wheel drive by Chander Gari (local means of transport) is the main means of transport to visit the place.
Ruma Bazar: Another existing event is a full-day trip to Run Bazar which is about 60 km. south-east froJ Bandarban. The place is famous for its sceni beauty and the tourists can spend some hours OVe here before taking a journey back to Bandarban b Sampan (boat). Ruma is abundant with triba diversity. It is the home of the Murang tribe.

Rijuk Waterfall
: This natural mighty waterfall is situated at Ruma Here, the water incessantly falls into the rivel Sangu frorp about a 300 feet high hill dazzling like pearl particles in the space creating an unparallel beauty of the nature. The surrounding is equally captivating with vast greenery all around and myriad kinds of trees and shrubs.

Prantik Lake
: Prantik Lake is situated about 11 km. from the town. The Murang tribes dwell in the bank of this lake. Its convenient location has already made it a hot spot for the picnic lovers.
Rajbari and the Museum: The historical Bohmang Rajbari IS situated in the Bandarban town. It is attractive and bears a long glorious history of several hundred years. Ancient and historical Raj Khyang is situated near this royal palace. One of the 4 statues of Buddha, which has religious importance all over the world, is kept here. One can visit the Anthropological Museum of Bandarban where the history of the local tribal life is preserved. The museum authority has set upreplicas of various tribal houses in the museum which elucidate brief idea about design and architectural structures of tribal houses.
Meghla: The MegWa Tourist Spot is situated at about 6 Jun. near the Chittagong-Bandarban Highway. Here lies a lake of extraordinary beauty. There are cottages and rest-houses for picnic. It has got a zoo and water cruising facilities in the lake. Attractive Parjatan Motel Bandarban is located on its south bank. A beautiful hanging wooden bridge enhances the beauty of this’ spot. In one side there are some constructions and facilities for the tourists like tower, restaurant etc. while on the other side there are the wildlives, natural forests and the hills.
Buddha Dhatu Jadi: It is an attractive temple located at 300 feet height on a hill at Balaghata 2 km. from Bandarban town. Its golden colour, eyecatching architecture is a feast for the eyes of the visitors. Recently, the Prime Minister of Myanmar paid an official visit to pay homage.

Ali Kadam
: There are numerous settlements of the Murang and Khumi tribal people in the area. The ruins of an old town are found near the village. It is said that a Chakma Raja built his capital here and the remains of the palaces can still be traced. Ali’s Tunnel is also situated here. There are many mysterious tales regarding this tunnel.
Shaila Propat: Some 8 km. away from Bandarban, Shaila Prop at (Waterfall) is a popular spot for tourists. The walk to this spot will involve several ascents and descents along hillside. The rocky pathway is very slippery and tourists have to be cautious to avoid the chance of slip.
Sangu River: Those who have planned to trek to the river could reach from Bandarban town on foot for about 2 hours. The entire walk is a soft downhill descent and will pose no particular problem. Tourists who are interested can surely go for a refreshing swim in the river. It has strong currents in the monsoon due to rainfall but in the winter it is calm and convenient. Tourists can take a boat trip to go to Bandarban downstream.
Nil Giri: Panoramic Nilgiri Resort on the apex of the hill at Bandarban is supervised and controlled by Bangladesh Army and Bangladesh Rifles. It keeps a distance of approximately 50 km. from Bandarban Town and 25 kIn. from Chimbuk hill. It is located near Jiban Nagar while making a journey towards Thanchi Upazilla. It positions on the height of about 2500 feet from the sea level.
The visitors will get the golden opportunity to have a glance of the Cox’s Bazar sea beach from Nilgiri. The security of the whole hilly area is controlled by Bangladesh Army. So the security portion is cent percent safe and hassle-free. From Nilgiri at a time you can enjoy a lot of natural beauties including the waves of Cox’s Bazar sea beach, breezy air, the colourful life of the Mru indigenous community on the horizon touching the hills, the lush greenery.

Sunday, May 21, 2017

Meghla Tourism Complex and Hanging Bridge, Bandarban


MeghlaTourism Complex and Hanging Bridge, Bandarban


Meghla tourism complex is located just opposite of the district council, 4 km away from the Bandarban city aside the road to Keranirhat maintained by district administration. Meghla Parjatan Complex is one of the most amazing and highly visited tourist destinations in Bandarban; visitors come not only from Bangladesh but also from all over the world. There are a mini safari park, zoo, Children Park, hanging bridge, cable car and an artificial Lake at the down of the hills where you may enjoy paddle boat.
There are two attractive hanging bridges at Meghla Eco Park, Bandarban. When you cross the hanging bridge of Meghla tourism complex, you will obviously feel the illusive beauty of hilly nature. You can also enjoy the wild flavored landscape of entire area by riding on a cable car. A lot of tourists make their destination to Meghla every year to celebrate their vacations. Entrance Fee in Meghla Tourism Complex is Tk 30/head. The complex is also a popular place for picnic party. To revive yourself, you must visit Meghla at least once, when you visit Bandarban.

How to Go Meghla

Meghla Tourism Complex is just 4 km away from Bandarban City. Visitors can hire a private Jeep (Chander Gari) or auto rickshaw to go to Meghla. Local buses (Bandarban to Keranirghat rout) are also available to go there.

Food and Accommodation in Meghla

There is a beautiful rest house having 4 rooms to pass your leisure in Meghla Tourism Complex maintained by Bandarban district administration. No food and drinks from outside are allowed in Meghla Parjatan Complex but you can take lunch packet only if you stay whole day there. To book a room in the rest house, you may officially contact to 01820421080. Hire of each room is Tk 2,000/-day. There are two restaurants named “Holiday Inn 

Thursday, May 18, 2017

Brief

Nilachal is a beautiful tourist place to Meghla Parjatan Complex, also known as tiger hill. It is maintained by district administration. Nilachal is special for spectacular view from the hill apex and taking photos.It is the nearest tourist spot from Bandarban, situated at Tiger para. It stands 2000 feet above sea level and 5 kilometer away from the Bandarban town. Total glance of Bandarban town and a vast photographic hillside can be seen from here.
[This spot needs more detail. If you have more information on its background, please be advised to add in our website. Your name will be published as a Content Contributor]

How to go

Nilachal is just 5 kilometers away from Bandarban town. So you can hire a shared or private jeep (known as Chander Gari) or CNG auto rickshaw to go there.

How To Reach: Bandarban District

Dhaka and Bandarban are linked by road. There are direct bus services available from Dhaka to reach Bandarban.
·                      By Road
·                       By Air
Some of the bus services are listed below for your assistance:
#. S Alam services Ltd
Contact: 0341-62902
#. Shyamoli Paribahan
Contact: 0443-449934
#. Saudia Paribahan
Arambag, Contact: +88-02-7102465
Gabtoli, Contact: +88-02-8018445

Where to Stay

**. Hillside Resort
Address: Chimbuk road, Bandarban
Contact: 01730 045083, 02-988 6983
**. Hotel Greenhill
Address: Main Road, Bandarban-4600
Contact: +88 01856699910, +88 01856699911
**. Hotel Purabi
Address: V.I.P. Road, Bandarban Sadar, Bandarban
Contact: 01823-346383, 0361-62531
**. Hotel Paharika
Address: Main Road, Bandarban
Contact: 62155
**. (Resident)
Address: It is located in the South-West of Thanchi Bazar in Thanchi Sadar Upazila
Contact: 01819537753, 01818100435
**. Upazila Rest House
Owner/Manager: Mr. Kalhacing Marma, Chairman, Upazila Parisad
Address: Thanchi Bazar (close to the mosque), Thanchi Sadar Upazila

Things to do

You can watch golden sunset in the evening and also enjoy evergreen moonlight at night. It is foggy in the morning during the whole winter season. On the way to Nilachal, you can see some tribe villagers with their raw natural expression.

Eating Facilities

Referred to where to eat in Bandarban, click here


 

Blogger news

Blogroll

About