Pages

Saturday, March 31, 2018

Bandarban

Bandarban is in Chittagong division and located in southeastern Bangladesh. It is one the most attractive travel destination in Bangladesh for its adventurous characteristics and heavenly scenic beauty. This eventually gets really hard to leave if anyone visits Bandarban. The scenic beauty will undoubtedly captivate your soul. Bandarban includes the three highest peak of Bangladesh — Tahjindong (or Bijoy), Mowdok Mual (or Saka Haphong) and Keokradong. Anyone can easily hike through the jungle and hilly rivers to win any of these three god’s creations. There are so many waterfalls hidden through the hills of Bandarban would appear in your hiking. The exotic offerings such as foods, tribal handicrafts etc from the tribal people will delight your heart. Meanwhile you can easily experience the tribal culture very closely.

Shoilo Propat Waterfalls


Shoilo Propat or Shoylo Propat is at Milanchari and 4km from the town on the road to Thanchi. This waterfall is a tourist site maintained by Bangladesh Parjatan Corporation. During the rainy season, the water flow becomes really furious. While visiting this water you may want to roam around the small market near this waterfall for handicrafts, handloom products and exotic foods sold by the tribal people.
How to go
After reaching at Bandarban, take local transport to reach that waterfall in Thanchi Upazila. So you can hire a private jeep or auto rickshaw to go there.

Wednesday, March 21, 2018

আপনার জন্ম নিবন্ধন বা Birth Certificate অনলাইনে ভেরিফাই করে নিন

আপনার জন্ম নিবন্ধন বা Birth Certificate অনলাইনে ভেরিফাই করে নিন

অনলাইনে বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে

তারপর নিচের মত পেইজ ওপেন হলে Birth Registration Number এর জায়গাতে আপনার বার্থ সার্টিফিকেট এর জন্ম নিবন্ধন নম্বর প্রবেশ করুন এবং Date Of Birth এর জায়গাতে আপনার জন্ম তারিখ প্রবেশ করুন এভাবে DATE-Month-Year



এবার Verify বাটনে ক্লিক করুন , দেখুন মত নিচে আপনার সকল তথ্য দেখাচ্ছে


আর যদি নিচের ছবির মত Matching birth records not found এমন দেখায় তবে বুঝবেন ভুয়া জন্ম নিবন্ধন পেয়েছেন ।

অনলাইনে জন্মনিবন্ধনের জন্য আবেদন করা বা জন্ম নিবন্ধন এর আবেদনপত্র ফরম সংগ্রহ

অনলাইনে জন্ম নিবন্ধন এর আবেদন করতে , আবেদনপত্র ফরম সংগ্রহ  বা আপনার জমা দেয়া আবেদন কোন পর্যায়ে আছে জানতে এখানে ক্লিক করুন
জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা। জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি সার্টিফিকেট প্রদান করেন। জন্ম নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই বিধি লংঘনকারী নিবন্ধক বা ব্যক্তি অনধিক ৫০০ (পাঁচশত টাকা) অথবা অনধিক দুইমাস বিনাশ্রম কারাদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
সতর্কতাঃ লেখকের অনুমোদন ছাড়া অন্য সাইটে কপি পেস্ট করা যাবেনা
ভাল থাকুন সবাই
ফেসবুকে আমার সাথে যুক্ত থাকতে চাইলে নিচের পেইজ লাইক ও শেয়ার করুন>>>
আপনাদের ভালবাসায় ধন্য

মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি নাগরিক (১ দিনের শিশু থেকে সকল বয়সের বৃদ্ধের বৈধ জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক)  তাই পোস্ট আপনি নিজে পড়ুন ও ফেসবুকে শেয়ার করে বন্ধু বান্ধবী সবাইকে জন্ম নিবন্ধন ভেরিফাই করে নিতে বলুন.



 

Blogger news

Blogroll

About